User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
জ্যাক ওয়েস্ট জুনিয়র এর নতু অ্যাডভেঞ্চার
ম্যাথিউ রাইলির জ্যাক ওয়েস্ট জুনিয়রকে নিয়ে আরেকটি চমৎকার বই। বইটি শেষ করলেও শেষ হবে না। কারন স্টোরিটা To be continuous হয়ে যাবে। তাই যদি আমার মত একবারে কাহিনিটি শেষ করতে চান তাহলে এর সাথে "সেভেন এইনশেন্ট ওয়ান্ডার্স"টাও কিনে ফেলুন। দেখবেন শুরু করা মাত্রই বই শেষ করে ফেলবেন। বইটা নিয়ে শুধু এতটুকুই বলতে পারি যে মনে হবে যে আপনিও জ্যাক এর সাথে এডভেঞ্চারে আছেন।
মুনস্টোন ক্লাসিক এক থ্রিলার।
বইটি অনেক সময় লাগিয়ে আপনাকে পরতে হবে। বইটি মাঝে মাঝে বিরক্তকর লাগলেও স্টোরিটা চমৎকার।
good ... better or best??
এটিই সেই বিখ্যাত বই যা পুরা বিশ্বকে একটি নাড়া দিয়েছে। ড্যান ব্রাউনের সবচাইতে সেরা কির্তী এটি কিনা তা জানার জন্য তার সকল বইগুলোই আপনার পড়তে হবে। পরে দেখুন আপনার জগতটাকেও একটি নাড়া দেয় নাকি।
মোঃ নাজিম উদ্দিনের থেকে যা আশা করা যায়...
এই বইটির লেখার মধ্যে আপনি ড্যান ব্রাউনের লেখার ছাপ খুজে পাবেন, যদিও এটি বহু আগে প্রকাশিত একটি বই। চমৎকার গল্প ,পাজল , সাস্পেন্সে ভর্তি একটি বই। এই বইয়ের পরবর্তী সিক্যুয়েল 'দ্যা ফায়ার' এর অনুবাদের জন্য অপেক্ষা করছি। বরাবরের মত মোঃ নাজিম উদ্দিন এবারও চমৎকার একটি বই বাছাই করেছেন অনুবাদের জন্য। পরে দেখুন পস্তাবেন না।
বেশী কিছু বলার নেই......
আপনি হয়ত ম্যাথিউ রাইলিকে চিনেন না। তবে এই বইটিই আপানাকে তার ফ্যানে পরিনত করার জন্য যথেষ্ট।
চমৎকার??? না তাও ছোট হয়ে যায়...
এটি মুলত মোঃ নাজিম উদ্দিনের অনুবাদ করা বইয়ে আমার পড়া প্রথম বই। ড্যান ব্রাউনকে নিয়ে আসলে বলার মত কিছুই বাকি নেই। তবে অনুবাদককে ধন্যবাদ দিতেই হয় অতি সুন্দরভাবে অনুবাদটি করার জন্য।যারা বইটি পড়েন নি তাদের বলছি ... বিশ্বাস করুন এই বইটি আপনার দুনিয়া সম্পর্কে ধারনা পালটে দিবে। নাজিম উদ্দিন যেভাবে অনুবাদটি করেছেন তাতে প্রতিটা শব্দ আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। যদি ড্যান ব্রাউনের আগের বইগুলো পরে থাকেন তাহলে দ্রুত এটা শেষ করুন এবং এরপর 'ইনফার্নো' তো আছেই :)
3 star from me....
বইটি মোটামুটি সুন্দর। ভাল স্টোরি লাইন এবং ইতিহাস নিয়ে সুন্দর ভাবেই সাজানো হয়েছে।
অসাধারন!!
অতি অসাধারন একটি বই। 39'ক্লুস সিরিজের প্রথম বই পরলে একটি প্রব্লেমেই আপনি পরবেন আর তা হল পরবর্তী বইগুলোর জন্য অপেক্ষায় থাকতে হবে। কারন এটি এক দমে শেষ করে ফেলার মত একটি বই। বইটি শেষ করার পর নিঃসন্দেহে পরের বইগুলো পরার জন্য আপনার মন হাঁসফাঁস করতে থাকবে। বাতিঘর প্রকাশনীর কাছ থেকে পরবর্তী অনুবাদগুলো পাওয়ার আশা রাখছি।
Thrilling to the bones!!
বছরের সেরা বইয়ের এওয়ার্ড পাওয়া 'ইনফার্নো' অবশ্যই আপনাকে নিয়ে যাবে রবার্ট ল্যাংডনের সেই চিরচেনা রহস্য ও কোড ঘেরা দুনিয়ায়। অনুবাদক নাজিম উদ্দিনের আরেকটি অতি চমৎকার একটি অনুবাদ। ড্যান ব্রাউনের থেকে সবথেকে সেরাটাই আমরা আশা করি এবং সে প্রতিবারই তার সেরাটা দিয়েই আমাদের চমক দেখায়।
গল্পসংগ্রহ - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
অসাধারণ একটা কালেকশান, মোট ১৮৩টি গল্প রয়েছে। এই গল্পগুলো একেবারে গিলে খাওয়ার মতো। গল্পগুলোর রসবোধ সম্বন্ধে নাই বা বললাম, যারা পড়েছেন তারা মজাটা পেয়েছেন। আর লেখকের লেখনি সম্বন্ধে কিছু বলা মানেই তো অনেক কম বলা হবে। এটি একটি সংগ্রহে রাখার মতো বই; শুধু শেলফে রাখার জন্য নয়, পড়ার জন্য।