User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
'উনিশ শতকের মধ্য শ্রেণী ও বাংলা সাহিত্য’ নিয়ে প্রথম আলোর রিপোর্ট। তারিখ: ১৭-০২-২০১২
ব্রিটিশ-শাসিত বাংলার সমাজব্যবস্থা ও জনজীবনের পুর্নগঠন, বাঙালির জাগরণ, নতুন সাহিত্য সৃষ্টি এবং ধর্মসংস্কার ও সমাজসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির অসামান্য সৃষ্টিশক্তির অভিব্যক্তি ইত্যাদির চিত্তাকর্ষক বর্ণনা আছে এ-গ্রন্থে। আবুল কাশেম ফজলুল হক ইতিহাসকে মনে করেন পরিবর্তনের রহস্য উদ্ঘাটনের আর বিভিন্নমুখী সম্ভাবনার বাস্তবসম্মত চিত্র অঙ্কনের প্রয়াস। বর্তমান গ্রন্থে তাঁর পর্যবেক্ষণ: রামমোহন-ভবানীচরণ-ঈশ্বরগুপ্তের হাতে বাংলা সাহিত্যের আধুনিক যুগের শৈশব, প্যারীচাঁদ-বিদ্যাসাগর-মধুসূদন-দীনবন্ধুর হাতে কৈশো...See More
‘শ্রেষ্ঠ কবিতা’ নিয়ে প্রথম আলোর রিপোর্ট। তারিখ: ১৭-০২-২০১২
তসলিমা নাসরিনের শ্রেষ্ঠ কবিতার বইয়ের ব্যাপারে তিনি কবিতার কথা বলেন, ‘কবিতা দিয়ে আমার সাহিত্য-জীবনের শুরু। দুঃখে-সুখে, আনন্দ-বিষাদে কবিতার কাছে এখনো নিজেকে আমি সমর্পণ করি। গদ্যে আমি ঝলসে উঠি হয়তো, পদ্য তার শান্ত স্নিগ্ধ জলে আমাকে স্নান করিয়ে নেয়। গদ্য-পদ্য দুটোই আমার জীবনের জন্য জরুরি। শ্রেষ্ঠ কবিতার সংকলনের ব্যাপারে তাঁর ভাষ্য, ‘কোনো কবির শ্রেষ্ঠ কবিতার সংকলন তখনই বের হওয়া উচিত, যখন সে আর বেঁচে নেই, অথবা বেঁচে থাকলেও কবিতা সে আর লেখে না। আমার ক্ষেত্রে এ দুটোর কোনো ঘটনাই এখন অবধি ঘটেনি। আমি প্রচণ...See More
‘ বাচনিক আত্মজৈবনিক’ নিয়ে প্রথম আলোর রিপোর্ট। তারিখ: ১৭-০২-২০১২
নিজের জীবনের কিছু কথা আর দেশের জীবনের অনেক কথা নিয়ে হাসান আজিজুল হকের এই বই। বইটিতে লেখক শিক্ষা, রাজনীতি, সাংবাদিকতা, সংবাদপত্র শিল্প নিয়ে নিজের ভাবনার কথা লিখেছেন। সাতচল্লিশের দেশভাগ আর একাত্তরের মুক্তিযুদ্ধের কথাও ফুটে উঠেছে বাচনিক আত্মজৈবনিক বইয়ে। দেশ, রাজনীতি, ইতিহাস, সাহিত্য, সংগীত, নাটক সম্পর্কে তাঁর চিন্তার পাশাপাশি তাঁর নিজের ব্যক্তিগত জীবনের অনেক টুকরো টুকরো ঘটনার জলছবির কথা বলা হয়েছে এ বইয়ে।
‘স্বাধীনতা ব্যবসায়’ নিয়ে প্রথম আলোর রিপোর্ট। তারিখ: ১৭-০২-২০১২
ইতিহাস কারখানা গ্রন্থমালার তৃতীয় ভাগ প্রকাশ পেয়েছে স্বাধীনতা ব্যবসায় নামে। স্বাধীনতা ব্যবসায় বইটির সব লেখাই পূর্বপ্রকাশিত। এই ইতিহাস কারখানার প্রথম ভাগের চুম্বক অংশ ছিল এরাক যুদ্ধ। একই ধাঁচে বলতে ফিলিস্তিন আর আফগানিস্তানের প্রতিরোধ সংগ্রাম ছিল দ্বিতীয় ভাগের ভরকেন্দ্র। সে অনুসারে স্বাধীনতা ব্যবসায়ী বুলির আড়ালে জগৎজোড়া ন্যায় বিসর্জণের যে মহামারি, তাহাই স্বাধীনতা ব্যবসায় বৃত্তের পরিধি। এই বইয়ে সলিমুল্লাহ খান জাঁ-জাক রুশো থেকে মিশেল ফুকো দি ক্লদ লেবিস্ত্রোস অবধি কাউকে ছেড়ে কথা বলেননি। মাহাত্মা গান্ধ...See More
‘রামগোলাম’ নিয়ে প্রথম আলোর রিপোর্ট। তারিখ: ১৭-০২-২০১২
রামগোলাম হরিজনদের জীবনভাষ্য। ব্রহ্মা নাকি শুধু বিষ্ঠা সাফ করানোর জন্য নিজের শরীরের ময়লা থেকে মহীথর সৃষ্টি করেছিলেন। সেই সৃষ্টিকাল থেকে আজ পর্যন্ত তারা আজও অচ্ছুত। ময়লা পরিষ্কার করার জন্য কানপুর, এলাহাবাদ প্রভৃতি জায়গা থেকে এই সম্প্রদায়কে মোগল নবাব আর ইংরেজরা এ দেশে এনেছিল। নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল তাদের। কিন্তু এখন তাদের কোণঠাসা অবস্থা। পর্যাপ্ত থাকার ঘর নেই, পানি নেই; কেড়ে নেওয়া হচ্ছে তাদের ঘর, বিদায় করে দেওয়া হচ্ছে চাকরি থেকে; তাদের প্রথা-সংস্কার-ধর্মবিশ্বাসকে ধ্বংস করার চেষ্টা চলছে। প্র...See More
দিনবদল, গণতান্ত্রিক শাসন সম্ভাবনার বাংলাদেশ
বাদিউল আলম মজুমদার পিএইচডি
‘ দিন বদল, গণতান্ত্রিক শাসন সম্ভাবনার বাংলাদেশ’ নিয়ে প্রথম আলোর রিপোর্ট। তারিখ: ১৭-০২-২০১২
অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম এ দেশের। একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও ন্যায়পরায়ণভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছিল মুক্তিযুদ্ধের মূল প্রেরণা। কিন্তু স্বাধীনতার পরও আমরা এগুলো অর্জন করতে পারিনি। গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এ দেশে। ধর্মীয় উগ্রবাদের কুৎসিত থাবা আজ প্রায় ঘাড়ের ওপর। এমনি এক দুঃসহ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন দিনবদল। আর দিনবদলের জন্য প্রয়োজন সমাজ-রাষ্ট্রের সর্বক্ষেত্রে, বিষেশত রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন।
উয়ারী-বটেশ্বর শেকড়ের সন্ধানে (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৮)
মুহাম্মদ হাবিবুল্লা পাঠান
‘উয়ারী-বটেশ্বর শেকড়ের সন্ধানে’ নিয়ে প্রথম আলোর রিপোর্ট। তারিখ: ১৭-০২-২০১২
উয়ারী বটেশ্বর সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রত্নস্থান। এ অঞ্চলে ৫০টি প্রত্নস্থান থেকে আবিষ্কৃত হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের পাথর ও প্রস্তরীভূত জীবাশ্ম-কাঠের হাতিয়ার, তাম্য-প্রস্তর সংস্কৃতির গর্ত-বসতি এবং বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার তাৎপর্যপূর্ণ সব প্রত্নবস্তু। এ উয়ারী বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম মহা জনপদ। ভারতীয় মহাদেশের আদি-ঐতিহাসিক কালের অনেক নগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল এ জনপদের।
ভাল লাগেনি
একটা বই হাতে নিলে তার নিজস্ব একটা আবেদন থাকে বইটা পড়ার জন্য। দুঃখজনকভাবে চমক হাসানের গল্পে-জল্পে জেনেটিক্স বইটা হাতে নিতে হতাশ হয়েছি। প্রথম আপত্তি, টাইপ ফেস ব্যবহার করা হয়েছে হাতের লিখা, তাতে এটাকে একটা শিশুতোষ কার্টুনের বইয়ে পরিনত করেছে, এবং এই ফন্টের জন্য পৃষ্ঠা সঙ্খ্যা বেড়ে গেছে, তারপর কাগজের রঙ বাদামী, (ময়লাটে সাদা)। বইটা হাতে নিয়ে আমার বই পড়ার আনন্দ মাটি করে দিয়েছি অন্যরকম প্রকাশিত বইটি, আমি টাকাগুলো গচ্চা দিয়েছি বলে মনে হচ্ছে।
Adobe Illustrator CC 2020 : Best Seller Bangla Video Tutorial (3 DVDs)
টিউটোরিয়াল তৈরির নুতন ক্ষেএে এগিয়ে আসার জন্য
প্রথমে ধন্যবাদ হাসান যোবায়ের ভাই কে এমন সুন্দর টিউটোরিয়াল তৈরি করার জন্য । এই টিউটোরিয়াল গুল নতুনদের শিক্ষার্থীদের জন্য অনেক উপকারে আসবে এবং অনেকে ভাল ভাল টিউটোরিয়াল তৈরিতে আগ্রহি হবে এবং আমাদের দেশে একদিন বাংলায় আন্তরজাতিক মানের টিউটোরিয়াল তৈরি হবে ।