User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
একাত্তরের মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল
প্রথমত ধন্যবাদ মফিদুল হককে তার এই অসাধারণ কাজটি করার জন্য। অসাধারণ কাজ বলতে বুঝাতে চাচ্ছি ''ডেটলাইন বাংলাদেশ ১৯৭১'' বইটিকে বাংলায় অনুবাদের কাজটিকে। কারণ তার এই কাজের মাধ্যমে অনেক বেশি বাংলাদেশীর পক্ষে সম্ভব হয়েছে বইটি পড়া। ইংরেজি বইটি অনেকেই পড়তে পারেনি যার কারণ সবাই-ই বুঝতে পারছেন। কিন্তু বইটিকে বাংলায়ন করায় অনেক বাংলাদেশীর সামনে সুযোগ সৃষ্টি হয়েছে বইটিকে পড়ার। শুধু বইটিকে অনুবাদের উদ্যোগ নেয়াতেই একরাশ শুভেচ্ছা মফিদুল হককে। তবে আরও খুশি হতাম যদি অনুবাদের মান আরেকটু ভাল হত। আমি বলতে চাচ্ছি না যে...See More
মহাকালের মৌষলকাল, জীবনের মৌষলকাল, রাজনীতির মৌষলকাল।
২০১৩ সালের অন্যতম সেরা বাংলা বই বোধ হয় 'মৌষলকাল'। আমি বাংলা ভাষায় গতবছর বেরুনো সব বই পড়ি নাই। তাই সবমিলিয়ে মৌষলকালের অবস্থান কোথায় থাকবে তা বলা মুশকিল। তবে আমার পড়া সেরা তিনটি বইয়ের মধ্যে এটি অবশ্যই একটি। 'কালপুরুষ' প্রকাশ হয়েছিল প্রায় তিন দশক আগে। কিন্তু তখন আমার জন্মই হয়নি। তাই 'উত্তরাধিকার', 'কালবেলা' ও 'কালপুরুষ' উপন্যাসত্রয়ী পড়েছি অনেক পরে। এবং সেজন্যই 'কালপুরুষ' পড়ার পর এই কাহিনীর পরবর্তি কিস্তির জন্য আমাকে সুদীর্ঘ সময় অপেক্ষা করে থাকতে হয়নি। কোন বই দেরিতে পড়ার এই একটা সুবিধা পাওয়া গেছে! ...See More
ধন্যবাদ!
চমৎকার একটা বই! এক বন্ধু উপহার হিসেবে দিলো। লেখকে অনেক ধন্যবাদ আমার নিজের পত্রমিতালির ঘটনাগুলি মনে করিয়ে দেয়ার জন্য!
পাঠককে গ্যারান্টিঃ বইটি কিনলে ঠকবেন না!
নতুন লেখকের বই কেনার সময় যে আশংকাটা বারবার মাথায় আসে, তা হল - টাকা খরচা করে এই বই কিনে ঠকছি না তো? পুরো টাকাটাই জলে যাবে না তো? "ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প'' নামক গল্পগ্রন্থ কিনবার সময় অবশ্য সেই আশংকা একটু কম হয়েছে আমার। ৮০ পৃষ্ঠার সীমিত কলেবরে ৬টি গল্প যেমন পড়তে বেশি সময় নষ্ট করবে না, তেমনি দাম মাত্র ৬৮ টাকা বলে পকেটের ওজনও খুব বেশি কমবে না। তার সাথে সাথে যদি দুই-একটা গল্প থেকে সাহিত্য রস আস্বাদন করা যায়, সেটা হবে উপরি পাওনা! মূলত এরকম 'আংশিক ইতিবাচক আংশিক নেতিবাচক' ধারণা নিয়ে বইটি কিনেছিলা...See More
http://www.askdarwinists.com/
উপরে এক ভাইয়ের রিভিউ দেখে লিখতে ইচ্ছা হল। 'ছদ্ম-বিজ্ঞান' দিয়ে কি সব কিছুই কি disproof করা যায়? যেমন ধরুন: মর্ধাকর্ষণ শক্তি। ছদ্ম বিজ্ঞানের আশ্রয় নিয়ে কিভাব তাকে disproof করবেন। সাংঘর্ষিক মতবাদ বা মতামতের ক্ষেত্র তখনই তৈরী হয় যখন মতামত নাজুক হয়। যে কৌশলটাকে আপনি 'ছদ্ম-বিজ্ঞান' বিজ্ঞান বলে খাট করতে চাইছেন, তার জন্ম কিন্তু মুসলমানদের হাতে নয়। বহু পূর্বেই দার্শনিকগন এর ব্যবহার করে গেছেন। আর এর ব্যবহার যথেষ্ঠ 'বাস্তবিক' দু'টো কারনে: ১. মানুষের জ্ঞান ঐ পর্যায়ে এখনো পৌছায়নি যে নিখাদ, অকাট্য প্রমাণ স...See More
শোনা গেল এক নতুন কিংবদন্তীর আগমনবার্তা
'দহনকাল' উপন্যাসটি বাস্তবিকই এক দহনকালের ইতিহাসকে ধারণ করেছে। আর সেই ইতিহাসের সাক্ষ্য দিয়েছেন হরিশংকর জলদাস তার আশ্চর্য সহজ সুন্দর বর্ণনাশৈলী আর জাদুকরী ভাষায়। লেখকের সম্পর্কে বলতে গেলে স্বেচ্ছায়ই হোক বা অবচেতন মনের কারসাজিতেই হোক, অদ্বৈত মল্লাবর্মণের কথা মনে আসবেই। একই প্রেক্ষাপট আর জীবনধারা থেকে দুজন উঠে এসেছেন বলেই শুধু না। একই বিষয়বস্তুকে পুঁজি করে হরিশংকর জলদাস তার এই 'দহনকাল' উপন্যাসে যে সাহিত্যের ইন্দ্রজাল সৃষ্টি করেছেন, তাতে তাকে অদ্বৈত মল্লাবর্মণের যোগ্য উত্তরসূরী বলে আখ্যা দেয়া কি অত্য...See More
Dikdorshon HSC Communicative English Test Papers Solution Handbook -1st - Dikdorshon HSC English Handbook
প্রফেসর শাহাব উদ্দিন
Study power
I like it That cause maximum students inspire to read the book of Dikdorshon.
buy book
Now I live at singapore. can I buy the book? can I pay money via my VISA card? I am ready to pay any Delivery Cost.